মসজিদুল হারাম ও নববীতে এবার তারাবি পড়াবেন যারা

মক্কা ও মদিনাmokka 20200604112845

মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের তারাবি নামাজের সময়সূচি ও ইমামের তালিকা প্রকাশ করেছে দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১৪৪৬ হিজরির (২০২৫) রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম এবং মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম।

২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন যারা

২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম। তারা হলেন—

  1. হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস
  2. শায়েখ মাহের আল মুয়াইকিলি
  3. শায়েখ আব্দুল্লাহ জুহানি
  4. শায়েখ বান্দার বালিলাহ
  5. শায়েখ ইয়াসির আদ-দাওসারী
  6. শায়েখ বাদার আত-তুর্কি
  7. শায়েখ ওয়ালিদ আস-সামছান

২০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি পড়াবেন যারা

২০২৫ সালের রমজানে মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম। তারা হলেন—

  1. শায়েখ আহমাদ হুদাইফী।
  2. শায়েখ সালেহ বুদাইর।
  3. শায়েখ খালেদ মুহান্না।
  4. শায়েখ আব্দুল্লাহ কারাফী।
  5. শায়েখ আব্দুল্লাহ বুয়াইজান।
  6. শায়েখ মুহাম্মাদ বারাহজি।
  7. শায়েখ আহমাদ তালেব।
  8. শায়েখ মুহসিন আল কাসেম।

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজ শেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post