মহররমে ইবাদত নিয়ে প্রচলিত ৫টি কুসংস্কার

Peakpx

মহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা কুসংস্কার ও ভুল বিশ্বাসের বিস্তার রয়েছে, যার মধ্যে বেশ কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। ইসলামিক গবেষক ও বিশিষ্ট আলেমদের মতে, এসব কুসংস্কারের কোনো ভিত্তি ইসলামী শিক্ষা বা শরিয়তে নেই।

প্রথমত, অনেকেই বিশ্বাস করেন মহররম মাসে হজরত ইউসুফ (আ.) জেল থেকে মুক্তি পান, হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে বের হন, কিংবা হজরত ইদরিস (আ.) আসমানে ওঠেন। কেউ কেউ আরও বলেন, কিয়ামতও এই মাসেই সংঘটিত হবে। অথচ এসব দাবি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় এবং এগুলোকে ভিত্তিহীন বলেই বিবেচনা করা হয়।

দ্বিতীয়ত, এ মাসে মাছ, শাক বা মিষ্টিজাতীয় খাবার বর্জনের প্রচলন রয়েছে, যা ইসলামে অনুমোদিত নয়। কোরআনের সুস্পষ্ট নির্দেশনায় বলা হয়েছে, আল্লাহ যেসব পবিত্র বস্তু হালাল করেছেন, মুমিনদের তা হারাম করার কোনো অধিকার নেই (সুরা মায়িদা, আয়াত: ৮৭)। রাসুলুল্লাহ (সা.)-ও মহররমে হালাল খাদ্য পরিহার করেননি।

তৃতীয়ত, মহররম মাসে বিয়ে না করার কুসংস্কারও অনেক পুরোনো। কেউ কেউ মনে করেন, এ মাসে বিয়ে করলে ইমাম হুসাইন (রা.)-এর প্রতি অসম্মান করা হয়। অথচ কোরআন-হাদিসে এমন কোনো বিধিনিষেধ নেই। বরং ইসলাম বিয়েকে বরকতময় ও গুরুত্বপূর্ণ একটি সুন্নত হিসেবে দেখেছে, নির্দিষ্ট সময় বা মাস বেছে নেওয়ার কোনো শর্ত নেই।

চতুর্থত, আশুরার দিনে নির্দিষ্ট নামাজ, সুরা পাঠ কিংবা বিশেষ ধরনের রেওয়াজ পালনের কোনো নির্দেশ ইসলাম দেয়নি। কিন্তু অনেক জায়গায় ওয়াজ-মাহফিলে এসব প্রচার পায়, যা ধর্মীয় শুদ্ধচর্চার পরিপন্থী। এ ধরনের রেওয়াজগুলো প্রমাণহীন এবং শরিয়ত নির্ভর নয়।

পঞ্চমত, এ সময় বিভিন্ন বর্ণনা ও আবেগপ্রবণ কবিতা বা কেচ্ছা পরিবেশিত হয়, যেগুলোর ঐতিহাসিক সত্যতা নেই। যেমন, মা ফাতেমা (রা.) হজরত হুসাইন (রা.)-এর কারবালার ঘটনায় কান্নাকাটি করেছেন—এমন দাবির পেছনে কোনো সত্যতা নেই, কারণ ফাতেমা (রা.) ইন্তেকাল করেছেন কারবালার ঘটনার বহু আগেই।

সব মিলিয়ে বলা যায়, মহররম মাসকে কেন্দ্র করে অনেক ভুল বিশ্বাস সমাজে ছড়িয়ে পড়েছে, যা ইসলামিক ঐতিহ্যের বিকৃতি ঘটায়। মুসলমানদের উচিত, শুদ্ধ জ্ঞান ও প্রমাণিত ধর্মীয় শিক্ষার আলোকে এসব কুসংস্কার পরিহার করা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize