হজ করতে সাইকেলে চড়ে ৯ দেশ পাড়ি দিলেন এই তরুণ

This young man rode a bicycle through 9 countries to perform hajj

সাইকেলে চড়ে নয়টি দেশ পেরিয়ে হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে পৌঁছেছেন বেলজিয়ামের ২৬ বছর বয়সী এক মুসলিম তরুণ, আনাস আল রাজকি। পবিত্র রমজান মাসের শুরুতে যাত্রা শুরু করে তিনি দীর্ঘ পথ পাড়ি দেন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে।

আনাস তার এই ব্যতিক্রমী হজযাত্রায় জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, বসনিয়া ও হার্জেগোভিনাসহ মোট নয়টি দেশ অতিক্রম করেছেন। পথিমধ্যে বৈরি আবহাওয়া, ক্লান্তি ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দমে যাননি তিনি। তাঁর লক্ষ্য ছিল একটাই—মক্কায় পৌঁছে হজ পালন।

সৌদি আরবে প্রবেশের মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনাস বলেন, “এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি সত্যিই মক্কায় পৌঁছে গেছি।” সৌদি টেলিভিশন চ্যানেল আল আখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দীর্ঘ এই সফরে তিনি বিভিন্ন দেশের বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের আন্তরিকতা, দোয়া ও সহযোগিতা তাঁকে সাহস এবং মানসিক শক্তি যুগিয়েছে। মানুষের ভালোবাসা ও সহানুভূতি তাঁর এই কঠিন যাত্রাকে সহজ করেছে।

আনাস আল রাজকি আরও বলেন, “এই সফরে মানুষই ছিল আমার মূল অনুপ্রেরণা। তাঁদের সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব হতো না।” তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তিনি পবিত্র কাবা শরিফে পৌঁছে নিজের বহু দিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।

হজ পালন নিয়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আনাসের এই সাহসিকতা ও আধ্যাত্মিক সংকল্পকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize