জেলার রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের জমজ শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মঙ্গলবার বেলা ১১ টায় ওই দুই বোন মারা যায়। হিরা ও মুক্তা নামে আড়াই বছরের জমজ বোনের এমন করুণ মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছেজেলার রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের জমজ শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে মঙ্গলবার বেলা ১১ টায় ওই দুই বোন মারা যায়। হিরা ও মুক্তা নামে আড়াই বছরের জমজ বোনের এমন করুণ মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানায়, জমজ বোনের মৃত্যুর কারনে প্রবাসী এ দম্পত্তির ঘর শূন্য হয়ে গেছে , তাদের আর কোন সন্তান নেই।।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে জমজ শিশু পুকুরের পানিতে পড়ে গিয়ে তাদের এ করুণ মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
স্থানীয়রা জানায় জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শিশুদের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।