ওমানে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সাইফুল মিয়া ও ইসমাইল হোসেন নামে আরও ২ জনের ভিসা বাতিল করা হয়েছে। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র।
রায়ে বলা হয়েছে অভিযুক্তদের উপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। মাস্কাট দূতাবাস থেকে খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৩ নভেম্বর ৪ বাংলাদেশির ভিসা বাতিল করে রায় দেওয়া হয়। তারা হলেন প্রবাসী দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মো: নিজাম উদ্দিন। আদালতের সেই সিদ্ধান্তের বিপরীতে তারা ইতোমধ্যেই আপিল করেছেন।
ওমানে থাকার বৈধতা নিশ্চিত করতে স্থানীয় আইনজীবীকে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার রায় ঘোষণার পর সাইফুল ইসলামও আপিল করবেন বলে জানিয়েছেন। অপর বাংলাদেশি ইসমাইল হোসেনের বৈধ কাগজপত্র না থাকায় হাজতে রয়েছেন।
আরও পড়ুন
বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
কারণ এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাদের। তারা আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।