প্রথমবার রকেট উৎক্ষেপণ করছে ওমান

প্রথমবার রকেট উৎক্ষেপণ করছে ওমান

নিজেদের ভূখণ্ড থেকে মহাকাশ যাত্রার আধুনিক দ্রুতগতির প্রযুক্তি রকেট উৎক্ষেপণের খবরে হইচই ফেলে দিয়েছে ওমান। ইতোমধ্যে দুকুম-১ নামে একটি রকেট লঞ্চিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। বুধবার প্রথমবারের মত দক্ষিণ দুখুম এলাকার লঞ্চ প্যাড থেকে পরীক্ষামুলকভাবে সায়েন্টিফিক এই রকেটটি উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে মহাকাশযাত্রায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি।

ওমানের দুখুম থেকে বুধবার যে রকেটটি উৎক্ষেপণ করা হচ্ছে তার দৈর্ঘ ৬.৫ মিটার এবং ওজন ৮০ কেজি। যার গতি থাকবে প্রতি সেকেন্ডে ১ হাজার ৫৩০ মিটার। লঞ্চ হওয়ার পর ১৫ মিনিটের আনুমানিক সময়কালে এটি সী লেভেল থেকে ১৪০ কিলোমিটার উচ্চতায় ঘুরে আসার কথা। তবে আপাতত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সাধারণ মানুষ লঞ্চিংয়ের দৃশ্যটি স্বচক্ষে দেখতে পারবেন না।

জানা গেছে, রকেট উৎক্ষেপণের সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করছে ওমানের পরিবহন, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। যা বাস্তবায়ন করছে ওমানের National Aerospace Services Company বা NASCOM এর সহযোগী প্রতিষ্ঠান ‘ইতলাক’। ২০২৫ সালের মধ্যে আরও ৩ টি রকেট উৎক্ষেপণের পরিকল্পনা আছে ওমানের। পরবর্তীতে এগুলোর সময়সূচী ঘোষণা করা হবে।

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=8o67jCkDDms

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize