মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ ওমানে তাপমাত্রা কমতে শুরু করেছে। সুইক, মাজিউনা, থামরাইতসহ কোথাও কোথাও শীতের তীব্রতাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সুইকে।
এদিকে বৃহস্পতিবার ওমানের আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার প্রভাবে সামনের কিছুদিন তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামী কয়েকদিন মুসান্দাম, আল বুরাইমি, ধাহিরাহ, দাখিলিয়া, আল উস্তা এবং ধোফারে হিমশীতল বাতাস বইবে। গত ২৪ ঘণ্টায় সুইকের পর দ্বিতীয় সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাজিউনাতে। থামরাইতের তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হাইমাতে ১৬ দশমিক ৭ ডিগ্রি, আল কামিলে ১৭ দশমিক ৩ ডিগ্রি, মুকসিন ও ইব্রায় ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আরও পড়ুন
প্রবাসীরা জানান, দিনে ঝলমলে রোদে স্বস্তি মিললেও রাতের শীতে কাবু হতে হচ্ছে। তাছাড়া দিনের বেলা কিছুটা গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ার এই তারতম্যে জ্বর, সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। ঠান্ডাজনিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।