গত ৬ মাসে দুই পর্বে ৩৪২ জন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছে ওমান। সর্বশেষ গত মাসেও ৮৫ জন প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দেওয়া হয়। তার আগে চলতি বছরের মে মাসে এই সুসংবাদ পান ২৫৭ জন প্রবাসী।
সুলতানের রয়্যাল ডিক্রি জারির পর থেকে তারা ওমানের নাগরিকের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে নাগরিকত্ব পাওয়ার পর প্রথম ১০ বছরে তারা ওমান ছেড়ে বিদেশে থাকার ক্ষেত্রে বিধিনিষেধের আওতাভুক্ত হবেন।
ওমানের আইনে একজন প্রবাসীকে নাগরিকত্ব পেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হয়। এজন্য ফি গুনতে হবে ৬০০ রিয়াল। যাচাই বাছাই শেষে রয়্যাল ডিক্রির মাধ্যমে ভাগ্যবান প্রবাসীরা এই সুবিধাটি পেয়ে থাকেন।
এর বাইরেও ওমানে বা অন্য কোনও দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে।
আরও পড়ুন
সাধারণত প্রাপ্তবয়স্ক প্রবাসীরা আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হলে এবং কমপক্ষে ২০ বছর অথবা একজন ওমানি নারীর সাথে ১০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী হলে সদাচারণ প্রদর্শনসহ অন্যান্য শর্ত মেনে ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। অতিরিক্ত হিসেবে তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায়ও বিবেচনা করা হয়।