ওমান ছাড়ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ওমান দূতাবাস

ওমান থেকে অচিরেই বিদায় নিচ্ছেন আড়াই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম।

তার স্থানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে পারেন বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম।

সামরিক কর্মকর্তাকে নিয়োগের খবরে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

গত সোমবার সকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। বিষয়টি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলেও তুলে ধরা হয়।

বৈঠকে ওমান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখায় নাজমুল ইসলামকে অভিবাদন জানান পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি।

এছাড়া ওমানে দায়িত্বের সফল সমাপ্তির জন্য বাংলাদেশি রাষ্ট্রদূতকে অভিনন্দনও জানান তিনি। মো. নাজমুল ইসলামকে ২০২২ সালের ১০ মার্চ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।

তার আগে বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা কূটনীতিক হিসেবে সুইডেন, সৌদি, বেইজিং, লন্ডন ও জাকার্তায় বিভিন্ন পদে কাজ করেছেন। নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি দেশে ও বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize