ওমান প্রবাসীদের জন্য সুলতানের মানবিক সিদ্ধান্ত

ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা

ওমানে প্রবাসীসহ ১৭৪ জন কারাবন্দীর সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ৫৪ তম জাতীয় দিবস উপলক্ষ্যে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওমান সুলতান স্থানীয়দের সাথে প্রবাসীদেরও মুক্তি ঘোষণা করেছেন। তবে প্রবাসীরা সংখ্যায় কতজন তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

প্রতি বছর দুই ঈদ, ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন সুলতান।

প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

এদিকে ওমানের জাতীয় দিবস উপলক্ষে আগামী ২০ ও ২১ নভেম্বর অর্থ্যাৎ বুধ ও বৃহস্পতিবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই দিনগুলোয় দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকবে।

গেলো সপ্তাহে উপ-মিশন প্রধান মৌসুমী রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের জাতীয় দিবস উপলক্ষ্যে ঘোষিত ছুটির দিনে দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize