আন্দোলন করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৪ প্রবাসীর ভিসা বাতিল করেছে ওমান। বুধবার সালালার প্রাইমারি আদালত এই রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সূত্র।
রায়ে বলা হয়েছে অভিযুক্তদের উপরে আরোপিত জরিমানা নিয়ে এবং ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হবে। বাকি ২ জনের রায় ঘোষণা হতে পারে চলতি মাসের ২০ তারিখে।
রায়ের সংক্ষিপ্ত কপিতে প্রবাসী দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল মামুন, কয়েস আহমেদ এবং মো: নিজাম উদ্দিনের নাম পাওয়া গেছে। বিধি অনুযায়ী তাদের জেলের সাজা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছেন আদালত। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওমান ছাড়তে হচ্ছে তাদের।
বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের একজন প্রবাস টাইমকে বলেন, ভিসা বাতিলের সিদ্ধান্ত শুনে তিনি দিশেহারা হয়ে গেছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। এভাবে ওমান ছাড়তে হলে আর্থিকভাবে চরম সংকটে পড়তে হবে তাকে।
আরও পড়ুন
বাংলাদেশিদের ভিসা বাতিলের খবর নিশ্চিত করেছেন মাস্কাট দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম। প্রবাস টাইমকে তিনি জানান, একটি ভয় ছিলো অপরাধ বিবেচনায় তাদের জেলের সাজা হয় কিনা তা নিয়ে।
এজন্য দূতাবাস আইনজীবী নিয়োগ করে সাজা মওকুফের সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন যে রায় দেওয়া হয়েছে সেটি পর্যালোচনা করা হচ্ছে। প্রবাসীদের স্বার্থ বিবেচনায় রেখেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।