ওমানের জাতীয় দিবস উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে দূতাবাসের কার্যক্রমও বন্ধ থাকবে। মঙ্গলবার উপ-মিশন প্রধান মৌসুমী রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমানের জাতীয় দিবস উপলক্ষ্যে আগামী ২০ ও ২১ নভেম্বর অর্থ্যাৎ বুধ ও বৃহস্পতিবার দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
ওমানের ৫৪ তম জাতীয় দিবস সরকার ঘোষিত ছুটির সাথে এবার সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার যোগ হয়ে টানা ৪ দিনের কর্মবিরতি পাচ্ছেন কর্মীরা।
সরকারি বেসরকারি উভয় খাতে যা প্রযোজ্য হবে। কোনো কারণে এই দিনগুলোতে কাজ করতে হলে তার যথাযথ ক্ষতিপূরণ পাবেন শ্রমিকেরা।
জাতীয় দিবস উদযাপনে ওমানজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নবরূপে সাঁজানো হচ্ছে রাস্তাঘাট। অনেকের শখের গাড়ির ডিজাইনেও থাকবে জাতীয় দিবসের ছোঁয়া।
আরও পড়ুন
তবে এরমধ্যেও কিছু নির্দেশনা ও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, জাতীয় দিবস উপলক্ষে ৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে গাড়ি সাজানোর জন্য স্টিকার কিংবা পোস্টার ব্যবহার করা যাবে।
তবে এক্ষেত্রে স্টিকার কিংবা লেখাগুলো দিবসের সাথে অর্থপূর্ণ হতে হবে। এবং কোনোভাবেই অনিরাপদ কাগজ বা কাপড়ের হতে পারবেনা। পাশাপাশি গাড়ির সামনের গ্লাস, পাশের জানালা, নম্বর প্লেট এবং লাইটের উপরে স্টিকার বসানো পুরোপুরি নিষিদ্ধ।
পেছনের গ্লাসে স্টিকার লাগালে এমনভাবে লাগাতে হবে যেন ড্রাইভার কাচের মধ্যে দিয়ে দেখতে পান। এছাড়া রাজকীয় প্রতীকের ব্যবহার, গাড়ির রঙ এবং আকৃতি পরিবর্তন করাও নিষিদ্ধ থাকবে।