ভিসা বন্ধেও বেড়েছে প্রবাসী বাংলাদেশি, জানালো ওমান

বাংলাদেশিদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

ভিসা বন্ধেও ওমানে গত বছরের একই সময়ের চেয়ে বাংলাদেশির সংখ্যা বেড়েছে ১ লাখ ১০ হাজার। ২০২৩ সালের অক্টোবরে ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সেসময় দেশটিতে বাংলাদেশির সংখ্যা ছিলো ৫ লাখ ৪৬ হাজার। তবে সাম্প্রতিক হিসেবে এই সংখ্যা ৬ লাখ ৫৬ হাজারের বেশি। ভিসা বন্ধ না থাকলে বাংলাদেশিদের উপস্থিতি আরও বাড়ত বলেই ধারণা করা হচ্ছে। তবে আনুমানিক হিসেবে বর্তমানে ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস।

মাঝে ভিসা বন্ধ হলেও ওমানে বসবাস করা প্রবাসীদের মধ্যে এখনোও সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের সংখ্যা ৫ লাখ। আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৭৭৭ জন।

তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে সুদানিজদের উপস্থিতি বেড়েছে ১১০ শতাংশ। এছাড়া মায়ানমার, তানজানিয়া ও মিশর থেকেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী দেশটিতে কাজে যোগ দিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এখন ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ১৮ লাখ। এরমধ্যে অধিকাংশই কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে। সংখ্যায় যা ১৪ লক্ষ ২০ হাজার। আর সরকারি খাতে ৪২ হাজার ৩০০ প্রবাসী কর্মরত রয়েছেন।

এনসিএসআই জানিয়েছে, প্রবাসীদের মধ্যে সাড়ে ৪ লাখ বা সর্বোচ্চ সংখ্যকই কাজ করেন নির্মাণ খাতে। ব্যবসা করছেন ২ লাখ ৭৩ হাজার প্রবাসী। পাশাপাশি ম্যানুফেকচারিং খাতে ১ লাখ ৮২ হাজার এবং আবাসন ও খাদ্য সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন ১ লাখ ৩০ হাজার প্রবাসী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post