ওমানে বসবাস করা প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বলে তথ্য দিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই দেশে ৬ লাখ ৫৬ হাজার ৭৮৯ জন বাংলাদেশি অবস্থান করছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের সংখ্যা ৫ লাখ। আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৭৭৭ জন।
তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের সেপ্টেম্বরের মধ্যে সুদানিজদের উপস্থিতি বেড়েছে ১১০ শতাংশ। এছাড়া মায়ানমার, তানজানিয়া ও মিশর থেকেও উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী দেশটিতে কাজে যোগ দিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এখন ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ১৮ লাখ। এরমধ্যে অধিকাংশই কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে। সংখ্যায় যা ১৪ লক্ষ ২০ হাজার। আর সরকারি খাতে ৪২ হাজার ৩০০ প্রবাসী কর্মরত রয়েছেন।
আরও পড়ুন
এনসিএসআই জানিয়েছে, প্রবাসীদের মধ্যে সাড়ে ৪ লাখ বা সর্বোচ্চ সংখ্যকই কাজ করেন নির্মাণ খাতে। ব্যবসা করছেন ২ লাখ ৭৩ হাজার প্রবাসী। পাশাপাশি ম্যানুফেকচারিং খাতে ১ লাখ ৮২ হাজার এবং আবাসন ও খাদ্য সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন ১ লাখ ৩০ হাজার প্রবাসী।