ওমানে সংঘর্ষ-লাঠিচার্জে বহু বাংলাদেশি আহত

সালালা
ওমানে সংঘর্ষ-লাঠিচার্জে বহু বাংলাদেশি আহত হয়েছেন।

ওমানের সালালায় দূতাবাসের কনস্যুলার সেবাকে কেন্দ্র করে হট্টগোল ও পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার পর থেকে সিরিয়াল মানা না মানাকে কেন্দ্র করে কয়েক দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবারই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বলপ্রয়োগ করতে হয়।

এই ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী জখম ও রক্তাক্ত হয়েছেন। তাদের কেউ কেউ যথাযথ প্রক্রিয়ায় সেবা না পাওয়ার অভিযোগ তুলছেন।

দূতাবাসের পূর্বঘোষিত ভ্রমণসুচী অনুযায়ী এদিন ধোফার হোটেলে সেবা দিতে যায় ভ্রাম্যমাণ টিম। বুধবার রাত থেকেই প্রবাসীদের অনেকে এসে সিরিয়াল ধরেন। কার্যক্রম শুরুর পর সময়ের সঙ্গে সেবাপ্রত্যাশীদের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে লাইনে দাঁড়িয়েও সেবা না পাওয়ার অভিযোগে হইচই পড়ে যায়।

ধাক্কাধাক্কিতে আহত হন কয়েকজন। প্রথমদিকে পুলিশ পরিস্থিতি সামলাতে পারলেও দফায় দফায় একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। শেষে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এসময় ভিড়ের মধ্যে থাকা অনেকে আহত হন। এ ঘটনার বিষয়ে যোগাযোগ করেও দূতাবাস কর্মকর্তাদের বক্তব্য নেওয়া যায়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize