চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ওমান থেকে প্রবাসীরা ৩২ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। এরমধ্যে সদ্য সমাপ্ত সেপ্টেম্বরেই এসেছে সর্বোচ্চ ১১ কোটি ২২ লাখ ডলার। যা গত মাসের হিসেবে সর্বোচ্চ। এসময়ে দেশে সর্বমোট এসেছে ৬৫৪ কোটি ২৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে। সৌদির অবস্থান তৃতীয় আর ওমান আছে অষ্টম অবস্থানে।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে আরব আমিরাতের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।
আরও পড়ুন
গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
https://www.youtube.com/watch?v=pmuThvw4lro