ওমানে মিছিল করে গ্রেপ্তার ৪ বাংলাদেশির জামিন!

Oman

ওমানে মিছিল করে গ্রেপ্তার হওয়া ৬ ব্যক্তির মধ্যে আরও ৩ জনের জামিন মঞ্জুর হয়েছে। বুধবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন সালালার একটি আদালত। জামিন পাওয়া ব্যক্তিরা হলেন মো: নিজাম উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন এবং কয়েস আহমেদ। তাদের মধ্যে বিশেষ আবেদনের প্রেক্ষিতে আগেই জামিন পেয়েছিলেন নিজাম উদ্দিন। বাকি ২ জন সাইফুল মিয়া ও ইসমাইল হোসেনের জামিনের শুনানি হবে অক্টোবরের ২ তারিখে।

দীর্ঘ ভোগান্তির পর জামিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। জামিনের ব্যবস্থা হওয়ায় তারা দেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে সালালায় বিক্ষোভ করে আটক হওয়া ব্যক্তি ৬ জনই বলে জানা গেছে। জামিনে আসা নিজাম উদ্দিন প্রবাস টাইমকে জানান, বিভিন্ন থানায় খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হইয়েছেন তারা।

দেখুন ভিডিওতেঃ

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize