ওমান সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘আসনা’ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমেই এটি ওমানের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে দেশটির কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সিভিল এভিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে ওমানের সুর অঞ্চল থেকে ৬৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
সিভিল এভিয়েশন জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ওমান সাগরের পশ্চিমদিকে অগ্রসর হবে এবং উত্তর ও দক্ষিণ আল শারকিয়্যাহ, মাস্কাট এবং আল উস্তার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতসহ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়টি ওমান, ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই। তবে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
আরও পড়ুন
সাধারণত আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। এবারের ঝড়টির নাম দিয়েছে পাকিস্তান।