বিভিন্ন অপরাধের অভিযোগে ওমানে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক ঘটনায় ওমানের জালান বুয়ালিতে ৩ জন, মাস্কাট ও আল বাতিনায় ৮ জন এবং সিনাস এলাকায় আরও কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
জানা গেছে, বুধবার মাস্কাট ও আল বাতিনার কয়েকটি নির্মাণাধীন ভবন থেকে ক্যাবল, তার, জেনারেটরসহ মূল্যবান সামগ্রী চুরি করার সময় ৮ জন প্রবাসীকে ঘটনাস্থলেই ধরা হয়। বাকিদের ধরা হয়েছে মাছ ধরার নিয়ম না মানায় এবং আইন বহির্ভূতভাবে কিংফিস বিক্রি করায়। তাদের ব্যবহৃত নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।