কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে ওমানে গ্রেপ্তার বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার হাইকোর্ট এ নির্দেশনা দেন। বিক্ষোভ করে ওমানের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হন।
এর মধ্যে অনেকের সাজাও হয়েছে। তাদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী এই আইনজীবীর প্রতিবেশী। গত ৩০ জুলাই সালালাতে আন্দোলন করে গ্রেপ্তার হন তিনি।
আরও পড়ুন
এই আইনজীবী জানিয়েছেন, মামুনসহ কয়েকজন প্রবাসী এখনো জেলে আছে, যেকোনো মুহূর্তে তাদের সাজা দেয়া হবে। এর আগেই তাদের মুক্ত করার আহ্বান জানান তিনি।