প্রবাসীদের ভিড়ে জমে উঠেছে খারিফ মেলা

প্রবাসীদের ভিড়ে জমে উঠেছে খারিফ মেলা

খারিফ ঘিরে প্রতিদিনই বাড়ছে পর্যটক সমাগম। এ বছর খারিফ উৎসব শুরুর পর ৩১ জুলাই পর্যন্ত খারিফ উপভোগ করেছেন ৪ লক্ষ ১৩ হাজার ১২২ জন পর্যটক।

গত মৌসুমের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৩ শতাংশ বেশি। জাতীয় পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর খারিফে আসা পর্যটকদের মধ্যে প্রবাসীদের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার। বাকিরা সবাই ওমানি।

চলতি বছরের খারিফ মৌসুম ও উৎসবের সময়কাল জুনের ২০ তারিখ থেকে পরবর্তী ৯০ দিন বা সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত।

ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ড. আহমেদ মহসেন আল ঘাসসানি জানিয়েছেন, বিদায়ী বছরের খারিফ মৌসুমে ৯ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

বাংলার বর্ষাকালীন সময়ের সাথে খারিফের মিল রয়েছে। এই সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ পর্যটকের ভিড় জমে এসময়।

গুড়ি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন তারা। এছাড়া প্রবাসী ব্যবসায়ীরাও বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই তা অনেকেই পুরো বছর অপেক্ষায় থাকেন খারিফ মৌসুমের।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize