ওমানে দলবদ্ধ হয়ে প্রবাসীদের মারামারি

ওমানে পুলিশি অভিযান, ১১০ প্রবাসী গ্রেপ্তার

ওমানের সাহামে প্রবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল বাতিনার সাহামের একটি মার্কেটে সম্প্রতি ওই মারামারির ঘটনা ঘটে।

তারই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িত প্রবাসীদের গ্রেপ্তারে নামে আইন শৃঙ্খলা বাহিনী।

ওমানে দলবদ্ধ হয়ে প্রবাসীদের মারামারি

ভিডিওতে দেখা যায়, এক বা দুইজন ব্যক্তিকে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করছে। এসময় চিৎকার চেঁচামেচিতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এ ধরণের অপরাধ করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। জড়িত প্রবাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize