প্রবাসীদের ভোগান্তি কমাতে মাস্কাট বিমানবন্দরে ই-গেট

প্রবাসীদের ভোগান্তি কমাতে মাস্কাট বিমানবন্দরে ই গেট

নতুন ই-গেট সেবা চালু করেছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর। এই ই-গেট সিস্টেমে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সাথে পাসপোর্ট ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।

স্বয়ংক্রিয় এই গেট চালু হলে বিদেশ থেকে আসা ও বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়ায় খুব কম সময় লাগবে। যাত্রীদের আর লাইনে অপেক্ষা করতে হবে না।

কারণ ফিঙ্গারপ্রিন্ট এবং ফেশিয়াল রেকগনিশনের মাধ্যমে ই-গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে।

আপাতত ডিপারচারের জন্য ৬ টি এবং অ্যারাইভাল যাত্রীদের জন্য ১২টি গেট লাগানো হয়েছে। এর মাধ্যমে ঘণ্টায় ১ হাজার এবং প্রতিদিন ২৪ হাজার যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। ভবিষ্যতে এই সক্ষমতা আরও বাড়ানো হবে।

ওমান এয়ারপোর্টের সিইও আয়মান বিন আহমাদ জানান, ‘ই-গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, যা হিউম্যান ইন্টারেকশন কমিয়ে আনবে।’

ই-গেটগুলো যাত্রীর তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীকে শনাক্ত করবে। পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা এবং ঝামেলামুক্ত ইমিগ্রেশনের অভিজ্ঞতা পাওয়া যাবে। সাথে ইমিগ্রেশনের চাপ কমায় যাত্রীদের সময়ও সাশ্রয় হবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize