শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস

শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস

শেখ হাসিনার পলায়ন ও তার সরকারের পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছেন ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাস টাইমের সঙ্গে আলাপে তারা জানান, এ এক অবিশ্বাস্য শান্তি। বিশ্বাস করতে আরও কিছু সময় লাগবে। পাশাপাশি এবার দেশে দ্বিগুণ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেন এসব প্রবাসী।

শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস

বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করতে হবে। পাঠাও রেমিট্যান্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যয়ে সামনে আগাতে চান তারা।

ওমান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মত অন্যান্য দেশেও উল্লাসে মেতেছেন প্রবাসীরা। ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বিজয় মিছিলও করেছেন অনেক বাংলাদেশি।

শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস

মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে প্রবাসীরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছেন। এসময় সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যাক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শেখ হাসিনার পতনে প্রবাসীদের বিজয় উল্লাস

সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, মিষ্টি খাইয়ে বিজয় উল্লাস শুরু করেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize