ওমানের সোহারে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবযাত্রা

ওমানের সোহারে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নবযাত্রা

ওমানের সোহারে তৃতীয় শাখা অনুমোদন দেওয়ার মাধ্যমে ওমানে আরও একধাপ বিস্তৃত হয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যক্রম।

আশা করা হচ্ছে, এর মাধ্যমে আল বাতিনার সোহারে থাকা প্রবাসীদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ততা আরও বাড়বে। সম্প্রতি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান থেকে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে মোহাম্মদ নাজিম উদ্দীনকে। এছাড়া মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ রবিউলকে কমিটির সদস্য সচিব রাখা হয়েছে।

আহ্বায়ক কমিটির নেতারা সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের নির্দেশনায় আল বাতিনা সোহারের বাংলাদেশি সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি পরবর্তী কার্যক্রমের জন্য সহযোগিতার আহ্বান জানান।

সেইসেঙ্গে দেশীয় সংস্কৃতির প্রচার-প্রসারে এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সোহার শাখা কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize