ওমানের রাজধানী মাসকাটে শিয়া মসজিদ প্রাঙ্গণে বন্দুক হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা।
মঙ্গলবার ভোরের ওই হামলার ঘটনায় ৩ হামলাকারীসহ মোট ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন।
ওমান পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী হামলায় এক পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় ও চার জন পাকিস্তানি নাগরিক। পুলিশ নিহতদের পরিচয় ও বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
ইসলামিক স্টেট মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃতিতে বলেছে, তাদের তিন ‘আত্মঘাতী হামলাকারী’ সোমবার সন্ধ্যায় মসজিদে উপাসকদের ওপর গুলি চালায় এবং মঙ্গলবার সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে।
আরও পড়ুন
আইএস তার টেলিগ্রাম সাইটে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এবং রয়টার্স যাচাইকৃত আরেকটি ভিডিওতে মানুষদের মসজিদ থেকে ছুটে আসতে দেখা গেছে। তখন গুলির শব্দ শোনা যাচ্ছিলো।
এই হামলার উদ্দেশ্য কী তা শনাক্ত করতে বা এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।