ওমানের ওয়াদি কবিরে বন্দুকধারীর সাথে গোলাগুলির ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ইউসুফ আল নদাবি নামে ওই কর্মকর্তা।
এদিন রাতে ওয়াদি কবিরের একটি মসজিদের পাশে গণজমায়েতে এই হামলার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়।
প্রবাস টাইমের কাছে আসা তথ্য অনুসারে, এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী কয়েকশ’ মানুষ। আচমকা একাধিক বন্দুকধারী এলোপাতারি গুলি ছুঁড়তে শুরু করলে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো জমায়েত। জীবন বাঁচাতে যে যার মত ছোটাছুটি করতে থাকেন। এসময় অনেকে গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। জানায়, পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কেনইবা এই ঘটনা ঘটলো তার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।