হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের লাশ নিতে ঢাকা যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাই মো. দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ জোহর জানাজা শেষে বড় ভাই মো. দ্বীন ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
মো. দ্বীন ইসলাম ও তাজুল ইসলাম নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আকবর জানান, ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলাম গত তিনদিন আগে মারা যান। তার লাশ আনতে নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে বড় ভাই দ্বীন ইসলাম হার্ট অ্যাটাক করে মারা যান।
আরও পড়ুন
এদিকে বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে বড় ভাইয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।