নতুন বছরের অপেক্ষায় ওমান, সরকারি ছুটি ঘোষণা

নতুন বছরের অপেক্ষায় ওমান, সরকারি ছুটি ঘোষণা

সরকারি – বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য আরবী নতুন বছরের ছুটি ঘোষণা করেছে ওমান। আগামী ৭ জুলাই অর্থ্যাৎ রোববার দেশটিতে সরকারি ছুটি থাকবে।

এর আগের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় বন্ধ পাওয়া যাবে টানা দিন। তবে আরবী নতুন বছরের দিনক্ষণ এখনো জানা যায়নি।

প্রতিবারই আরবি নতুন বছর উপলক্ষে ওমানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশসহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সুলতান হাইথাম বিন তারেক।

হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব, তমদ্দুনও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। বিশ্ব মুসলিম উম্মাহর কৃষ্টি–কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম।

ইসলামের ইতিহাসে কতগুলো উল্লেখযোগ্য স্মৃতির সম্মানার্থে ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসকে মুহররম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে।

ইসলামের ইতিহাসে বিষাদময় কারবালাসহ বিভিন্ন ঘটনার স্মরণে আরবি সনের হিজরি বছরের প্রথম মাস মুহররমের ১০ তারিখ পবিত্র আশুরা পালিত হয়। তাই মুসলিম ধর্মের সুন্নিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, তবে শিয়া মতাবলম্বীদের কাছে এটি বিষাদের দিন।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এই দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হন।

শোকের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে মুসলমান সম্প্রদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেন। ইসলামে ১০ মুহররমের আরও তাৎপর্য রয়েছে।

অনেকে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে নফল নামাজ আদায় ও পরের দিন রোজা পালন করে থাকেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize