ওমানে প্রায় এক হাজার প্রবাসীর ভিসা বাতিল

ওমানে প্রায় এক হাজার প্রবাসীর ভিসা বাতিল

অবৈধভাবে ওমানে অবস্থান করায় গত এক মাসে অন্তত ৯০০ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

একইসময়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ১ হাজার ৩৬৬ জন প্রবাসী। সদ্য সমাপ্ত জুনে পরিচালিত বিভিন্ন অভিযানে এসব প্রবাসী গ্রেপ্তার হন।

এছাড়া চলতি বছরের প্রথম অর্ধে মোট ৯ হাজার ৪২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান, এরমধ্যে ৭ হাজার ৬১২ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, ওমানের কারাগারে ৪২০ জন বাংলাদেশি শ্রমিক আটক রয়েছেন বলে তথ্য এসেছে। এছাড়াও কাতারে ৪১৫ জন, আমিরাতে ৪০৪ জন, সৌদি আরবে ৫ হাজার ৭৪৬ জনসহ বিদেশের কারাগারে মোট ১১ হাজার ৪৫০ জন প্রবাসী শ্রমিক আটক থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সংসদে টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটককৃতদের বিষয়ে মিশনগুলো থেকে এই তথ্য মিলেছে। সে মোতাবেক মালয়েশিয়ায় ২১৯ জন, গ্রীসে ৪১৪ জন, ইতালিতে ৮১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন আটক রয়েছেন।

এছাড়াও ভারতে ১ হাজার ৫৭৯ জন, লিবিয়ায় ৯ জন, স্পেনে ১৯ জন এবং মালদ্বীপে ৭০ জন আটক রয়েছেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize