ওমানের আয়কর আরোপের সিদ্ধান্তে আরও একধাপ অগ্রগতির খবর পাওয়া গেল। ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্সের খসড়া আইনটিকে এরই মধ্যে অনুমোদন দিয়েছে মজলিশ আস সূরা।
বৃহস্পতিবার খালিদ হিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরার অধিবেশনে আইনটি পাস হলে তা স্টেট কাউন্সিলে পাঠানো হয়।
এর আগে ২০২২ সালে ব্যক্তিগত আয়ের উপরে সরকারের কর আরোপের সিদ্ধান্ত স্থগিত করা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় উঠেছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই আয়কর আরোপ করতে যাচ্ছে উপসাগরীয় দেশটি।
ওমান অবজার্ভারের এক বিশ্লেষণে বলা হয়েছে, আয়করের বিষয়টি অনেকটা বিদেশি ঋণ পরিশোধের দায়ের সাথে সম্পর্কযুক্ত।
আরও পড়ুন
ওমান একদিকে বার্ষিক ব্যয় কমিয়ে আনতে চাইছে অন্যদিকে বিদেশি ঋণের আকার সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে। অর্থ্যাৎ জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে ওমান এখন ব্যক্তিগত আয় থেকে রাজস্ব বাড়াতে আগ্রহী।
এই সিদ্ধান্ত কার্যকর করা হলে ওমানই হবে গালফ এলাকার প্রথম দেশ যারা আয়কর আরোপ করবে। যদিও বিশ্বের অধিকাংশ দেশে করই সরকারের আয়ের অন্যতম উৎস।
তবে ওমানের শক্তিশালী তেল ও গ্যাস শিল্পের কারণে নাগরিকদের আয়কর দিতে হয় না। তা সত্ত্বেও দেশটির মানুষ সরকারের কাছ থেকে ভালো সুযোগ-সুবিধা পায়।