৫০ ডিগ্রিতে ওমানের তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল কর্মীরা

৫০ ডিগ্রিতে ওমানের তাপমাত্রা, তীব্র গরমে নাজেহাল কর্মীরা

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওমানের তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় দেশটির বেশ কয়েকটি প্রদেশে ৫০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হামরা আদ দুরু এলাকায় সর্বোচ্চ ৪৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা করা হয়েছে। এছাড়া সুনায়না, ফাহুদ, হাইমা, বিদিয়া এবং বুরাইমিতেও তাপমাত্রা ছিলো ৫০ ডিগ্রির আশেপাশেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপপ্রবাহ এক আশঙ্কাজনক পর্যায়ে পৌছাচ্ছে। ওমানও সেই ক্ষতি থেকে রেহাই পাচ্ছেনা।

গত শনিবার রাতে তীব্র গরমে হিটস্ট্রোক করে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্বপন নামে ওই প্রবাসীর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়।

ওমান আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে জাবাল আল শামস এলাকায়। এই অঞ্চলটিতেও তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রির ঘরে।

তীব্র গরমের সময়ে প্রবাসী কর্মীদের সরাসরি সূর্যের আলো থেকে দূরে থাকার পাশাপাশি বেশি পানি পান এবং পর্যাপ্ত বিশ্রামের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post