বসবাসে মধ্যপ্রাচ্যে কম ব্যয় ওমানে

বসবাসে মধ্যপ্রাচ্যে কম ব্যয় ওমানে

প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ১২২ তম অবস্থানে রয়েছে মাস্কাট। যদিও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ওমান প্রবাসীদের খরচ তুলনামূলক কম।

পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন হচ্ছে, আন্তর্জাতিক পরিসরে কাজ করা প্রবাসী কর্মীরাও তা এখন হারে হারে টের পাচ্ছেন, ফলে ক্রমেই তাদের আয়ের চেয়ে ব্যয়ের বোঝা ভারি হচ্ছে।

আর মূল্যস্ফীতি ও মুদ্রার বিনিময় হারের ওঠানামাও কর্মীদের সঞ্চয় ও বেতনে প্রত্যক্ষ প্রভাব ফেলছে।

আন্তর্জাতিক শ্রমিকদের নিয়ে করা জরিপের ভিত্তিতে মার্সারের দেওয়া ২০২৪ সালের তালিকা অনুসারে, প্রবাসীদের জন্য এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে দুবাই।

বৈশ্বিক পরিসরে দুবাইয়ের অবস্থান পঞ্চদশ; ২০২৩ সালের তুলনায় এ বছর তারা তিন ধাপ এগিয়েছে। এছাড়া চলতি বছরের তালিকায় আবুধাবি ৪৩ তম, রিয়াদ ৯০, জেদ্দা ৯৭ এবং কুয়েত সিটি ১১৯ তম স্থানে আছে। আর ওমানের ঠিক আগে অবস্থান করছে কাতারের দোহা।

তালিকা প্রণয়নে মার্সার বাড়ির দাম, যাতায়াত, খাদ্য, পোশাক ও গৃহস্থালি পণ্যসহ দুই শতাধিক পণ্য ও সেবার তুলনামূলক ব্যয় পর্যালোচনা করেছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহরের মধ্যে অর্ধেক বা ৫টি শহরের অবস্থান পশ্চিম ইউরোপে, যার মধ্যে ৪টি শহর সুইজারল্যান্ডে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize