ওমানের আবহাওয়া অধিদপ্তর আগামী বুধবার (৩০ জুলাই) উপকূলীয় রাজ্যগুলোতে তীব্র তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে ওমান সাগরের তীরবর্তী অঞ্চলে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ওমানের আবহাওয়া বিভাগ অনলাইনে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে এবং বেশ কয়েকটি অঞ্চলে গ্রীষ্মের চূড়ান্ত তাপ অনুভূত হবে।
গত এক সপ্তাহ ধরে সুলতানাতের বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দাম ওয়া আত তাইয়িন এবং হামরা আদ দুরুতে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সুনায়না, আল রুস্তাক এবং আল বুরাইমি সহ অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। গত শনিবার সুনায়নায় ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সপ্তাহের সর্বোচ্চ।
আরও পড়ুন
আবহাওয়া অধিদপ্তর দেশের সবাইকে বিশেষ করে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, দুপুরের সময় বাইরে যাওয়া কমিয়ে আনুন, বেশি করে পানি পান করুন এবং গরমজনিত অসুস্থতার লক্ষণ সম্পর্কে সতর্ক থাকুন।