ওমানে ঘুমের মধ্যে স্ট্রোক করে প্রবাসী যুবকের মৃত্যু

Traveling means death of expatriate youth due to stroke in sleep, without visa to 150 countries

ওমানের সালালায় মো. রায়হান উদ্দিন (২৭) নামে এক তরুণ প্রবাসীর মৃত্যু হয়েছে; মরদেহ দেশে আনতে সরকারের কাছে আকুতি জানিয়েছে পরিবার। সহকর্মীদের মাধ্যমে রায়হানের পরিবার জানায়, শনিবার সকালে সহকর্মীরা ঘুম থেকে উঠে রায়হানকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া গেলেও ঘুমের মধ্যে স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রায়হান খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের মো. বাবুল মিয়ার একমাত্র ছেলে। তিন ভাই-বোনের মধ্যে মেজো রায়হান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারের স্বচ্ছলতা আনতে প্রায় তিন বছর আগে ওমানে পাড়ি জমান তিনি। সেখানে একটি সুপারশপে কাজ করতেন।

ছেলের মৃত্যুর খবরে রায়হানের বাবা-মা ও দুই বোন কান্নায় ভেঙে পড়েছেন। তাদের একমাত্র চাওয়া, যেকোনো উপায়ে রায়হানের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়। তারা বলেন, “আমাদের কলিজার টুকরা, একমাত্র আদরের সন্তানকে যেন শেষবারের মতো বুকে জড়িয়ে নিতে পারি।” রায়হানের মৃত্যুতে তার গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize