স্ত্রীকে লাইভে রেখে ওমান প্রবাসীর আত্মহত্যা

Omani expatriate commits suicide after leaving wife on live tv

ওমানের সালালাহ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় প্রবাসী রুমন নামের এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি এই আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে। নিহত রুমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামে।

রুমনের ভায়রা ওবায়দুল হক জানান, স্ত্রীর সঙ্গে লাইভ ভিডিও কলে কথা বলার সময় একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রুমন স্ত্রীকে লাইভে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি আঁচ করতে পেরে স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ওবায়দুল, যেখানে তিনি রুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবারের দাবি, রুমনের বিয়ে হয়েছিল খালাতো বোন পান্না আক্তারের সঙ্গে। বিয়ের চার মাস পর তিনি ওমানে পাড়ি জমান এবং দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জনক হন। তবে বিয়ের পর থেকেই তারা আলাদাভাবে বসবাস করতেন। রুমনের মা ও ভাইয়ের অভিযোগ, পান্না স্থানীয়ভাবে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন, যা নিয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে পারেননি। তারা ধারণা করছেন, এই সম্পর্ক থেকেই তৈরি হওয়া মানসিক চাপই রুমনের আত্মহত্যার কারণ হতে পারে।

রুমনের মা অভিযোগ করেন, বোনের মেয়েকে শখ করে বিয়ে দিলেও সে তার ছেলেকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয় এবং পরবর্তীতে অসৎ সম্পর্কে জড়িয়ে পড়ে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুবিচার দাবি করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize