ওমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য বার্ষিক বোনাস দেওয়ার একটি নতুন নিয়ম চালু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি কাজের মানের ভিত্তিতে কর্মীদের অতিরিক্ত ভাতা (বোনাস) দেওয়া হবে। তবে এই বোনাস পাওয়ার জন্য অন্তত ছয় মাস একই প্রতিষ্ঠানে কাজ করতে হবে এবং কাজের মূল্যায়ন ভালো হতে হবে।
যাদের কাজ চমৎকার হবে, তারা মূল বেতনের ৫ শতাংশ হারে বোনাস পাবেন। খুব ভালো হলে ৪ শতাংশ, ভালো হলে ৩ শতাংশ এবং গ্রহণযোগ্য হলে ২ শতাংশ বোনাস দেওয়া হবে। তবে যাদের কাজ দুর্বল বলে বিবেচিত হবে, তারা কোনো বোনাস পাবেন না।
যদি কোনো কর্মী মনে করেন, তার কাজ ঠিকভাবে মূল্যায়ন হয়নি, তাহলে তিনি শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করতে পারবেন। এক বছরের মধ্যে যদি কেউ একাধিক প্রতিষ্ঠানে কাজ করেন, তাহলে যে প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি সময় ছিলেন, সেটি মূল্যায়ন করবে। নতুন কর্মস্থল তাকে বোনাস দেবে।
আরও পড়ুন
প্রতিষ্ঠান চাইলে অর্থনৈতিক কারণ দেখিয়ে বোনাস কমাতে পারবে, তবে এজন্য অনুমতি নিতে হবে। নিয়ম না মানলে প্রতি কর্মীর জন্য ৫০ রিয়াল করে জরিমানা গুনতে হবে।
তবে এই নিয়ম শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য প্রযোজ্য।