ওমানের সব গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। তারা বলেছে, শহর ও বিভিন্ন অঞ্চলের যেসব মোড় এখনো ক্যামেরার আওতায় আসেনি, সেখানে এই আধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। এতে করে গাড়ি চলাচল আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
এই নতুন ক্যামেরা সিস্টেম একই সঙ্গে একাধিক আইন ভঙ্গ করা শনাক্ত করতে পারবে—যেমন গতি সীমা অমান্য, সিগনাল না মানা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, সিটবেল্ট না পরা ইত্যাদি। এসব তথ্য সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যাবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
নিয়ম ভঙ্গকারী প্রবাসী গাড়ি চালক ও ডেলিভারি ড্রাইভারদের ওপর থাকবে বিশেষ নজরদারি। যেসব গাড়ি চালক মোবাইল ফোন ব্যবহার করবেন বা সিটবেল্ট পরবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা ও ট্রাফিক পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন
ওমান পুলিশ আরও জানায়, দেশের সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে এই নতুন (এআই) ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়েছে। এটি ওমানের আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের একটি অংশ।