ওমান এয়ার জানিয়েছে, ২০২৫ সালের জুন মাসে তাদের সরাসরি রুটে যাত্রী পরিবহনের সংখ্যা ২ লাখে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ২০২৪ সালের জুনে এই সংখ্যা ছিল মাত্র ৭৫ হাজার।
সংস্থার হিসাব অনুযায়ী, এই বিপুল যাত্রীর মধ্যে প্রায় ৫৮ শতাংশই সরাসরি ওমান সালতানাতে আগমন করেছেন। এই প্রবণতা দেশটির পর্যটন খাতের ক্রমবর্ধমান আকর্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে ওমানের অবস্থানকে তুলে ধরছে।
ওমান এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইক রাটার বলেন, এই সাফল্যের মূল ভিত্তি হলো রুট অপ্টিমাইজেশন ও লক্ষ্যভিত্তিক বিপণন কৌশল। তিনি জানান, “এই কৌশল আমাদের আর্থিক পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি রুট নেটওয়ার্ককে আরও টেকসইভাবে সম্প্রসারিত করতে সহায়তা করেছে।”
আরও পড়ুন
রাটার আরও জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা সহজতর ও সমৃদ্ধ করার লক্ষ্যে ওমান এয়ার তাদের সেবার মানে প্রতিনিয়ত উন্নয়ন ঘটাচ্ছে, যার মাধ্যমে দেশটির পর্যটন খাতেও তারা ইতিবাচক অবদান রাখছে।
ওমান এয়ারের সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে বিমান বহর আধুনিকীকরণ এবং নতুন রুট উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে: আমস্টারডামের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু, ইউরোপীয় বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, এবং চলতি বছরের অক্টোবর থেকে লন্ডনে প্রতিদিন দুইবার ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা।
এই সব উদ্যোগ ওমান এয়ারের আন্তর্জাতিক সংযোগ শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে, বৈশ্বিক পর্যটন মানচিত্রে ওমানের অবস্থানকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও তাদের বিশ্বাস।