ওমানে ধূলিঝড়ের পূর্বাভাস, প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ

Dust storm forecast in oman, everyone advised to be cautious

ওমানে আবহাওয়া বিভাগ জানিয়েছে, সালালাহগামী হাইমা-থুমরেইত সড়কে যাতায়াতকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। খোলা এবং মরুভূমি অঞ্চলে ধুলো ও বালির ঘূর্ণি ওঠার সম্ভাবনা থাকায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। ফলে যাত্রীদের যথাযথ সতর্কতা ও সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া তীব্র বাতাসের প্রভাব আগামী কয়েকদিন ধরে আল উস্তা ও ধোফার প্রদেশজুড়ে বিস্তৃত থাকবে। এই বাতাস মরু অঞ্চলে ধুলোবালির সৃষ্টি করে সড়কে দেখার ক্ষমতা কমিয়ে দিতে পারে, যা ট্রাফিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

ভ্রমণকারীদের প্রতি পরামর্শ, অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন এবং আবহাওয়ার হালনাগাদ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করুন। প্রয়োজন ছাড়া রাতে বা ঝড়ো আবহাওয়ায় ওই সড়কে যাত্রা না করাই নিরাপদ। রাষ্ট্রীয় নিরাপত্তা ও ব্যক্তিগত সাবধানতা যেন সমান গুরুত্ব পায়— এমন প্রত্যাশা সবার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize