ওমান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, পায়ে লেখা হত্যাকারীদের নাম

Body of omani expatriate's wife recovered, names of killers written on feetb

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামে গৃহবধূ কুলছুমা আক্তার কল্পনা (৩০)-কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত কল্পনা ওমানপ্রবাসী মো. রোমানের স্ত্রী এবং চরশাহী ইউনিয়নের মনু মিয়ার বাড়ির পুত্রবধূ।

চাঞ্চল্যকরভাবে, নিহতের বাম পায়ে কলম দিয়ে লেখা ছিল শ্বশুর, দেবর, ননদসহ চারজনের নাম। তার শরীরের বিভিন্ন স্থানে ছিল মারধরের চিহ্ন। নিহতের ভাই আলমগীর হোসেন জানান, আটদিন আগে কল্পনার কন্যা সন্তান জন্ম নেয়। মঙ্গলবার তার পরিবারের সদস্যরা দেখতে গেলে সিজার ও মিষ্টির খরচ নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, ওই রাতেই তাকে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে কল্পনা ও রোমানের বিয়ে হয়। স্বামী রোমান দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। ঘটনার পর থেকে দেবর রাশেদসহ শ্বশুরবাড়ির সকলে পলাতক রয়েছে।

শ্বশুর খোরশেদ আলম স্বীকার করেন, সিজারের খরচ নিয়ে কথাকাটাকাটি হয়েছিল, তবে কেউ মারধর করেনি বলে দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize