ওমানে সড়কে প্রাণ গেল শিশু সাফিয়ার

Baby safia dies on oman road01

ওমানের মাবেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ফটিকছড়ির তিন বছর বয়সী শিশু সাফিয়া হোসাইন আয়দা। বুধবার (২৩ জুলাই) মাস্কাট-সোহার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে তার মা ফাহমিদা আখতার, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

নিহত সাফিয়া ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের ডা. ফিরোজের বাড়ির প্রবাসী ব্যবসায়ী শাহাদাত হোসেন সুমনের একমাত্র কন্যা। ওমানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন সুমন। প্রায় এক বছর আগে মায়ের সঙ্গে শিশুটি বাবার কাছে ওমানে যায়।

জানা গেছে, বুধবার সকালে সাফিয়া তার মা-বাবার সঙ্গে আমরাত থেকে বারকার উদ্দেশে প্রাইভেট কারে রওনা দেয়। পথিমধ্যে মাবেলা এলাকায় একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। মায়ের কোলেই থাকা সাফিয়া মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সুলতান কাবুজ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই সাফিয়ার মৃত্যু হয়।

শিশুটির মামা ইকবাল হোসেন জানান, তার বোনজামাই সুমন অক্ষত থাকলেও বোন ফাহমিদা আহত হয়েছেন এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। সাফিয়ার মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ দুই দেশে নেমে এসেছে শোকের ছায়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize