পাসপোর্ট শক্তিতে চার ধাপ এগিয়ে চমক দেখাল ওমান

Oman surprises by moving up four places in passport strength

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় চার ধাপ এগিয়ে ৫৬তম অবস্থানে উঠে এসেছে ওমান। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে দেখা যায়, বর্তমানে ওমানের নাগরিকরা ৮৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন, যা ২০২৪ সালে ছিল ৮৬টি।

এই সূচকে পাসপোর্টগুলোর র‍্যাংকিং নির্ধারিত হয় কতটি দেশে আগাম ভিসা ছাড়া প্রবেশ করা যায়, তার ওপর ভিত্তি করে।

Screenshot 1

সংযুক্ত আরব আমিরাত তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি অর্জনকারী দেশ, গত ১০ বছরে ৩৪ ধাপ এগিয়ে বর্তমানে ৮ম স্থানে। চীনও ৩৪ ধাপ অগ্রগতি লাভ করে এখন ৬০তম অবস্থানে রয়েছে। চীনের নতুন ভিসা-মুক্ত তালিকায় এবার ওমান, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনসহ সব জিসিসি দেশের নাম রয়েছে।

জিসিসির মধ্যে বর্তমানে আরব আমিরাত রয়েছে শীর্ষে (১৮৪ দেশে ভিসা-মুক্ত প্রবেশ)। এরপর কাতার (১১২), কুয়েত (১০০), সৌদি আরব (৯১), বাহরাইন (৯০) এবং ওমান (৮৮)।

এই তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, যা এককভাবে সর্বোচ্চ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize