ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ২৩ জুলাই বুধবার দুপুরে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
EMC-এর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টা ২ মিনিটে (MCT) ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩, এবং এটি ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সালালাহ শহর থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রাসঙ্গিক দপ্তরগুলোকে সতর্ক করার প্রস্তুতি রয়েছে।
আরও পড়ুন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের পরবর্তী কম্পনের সম্ভাবনা বা ঝুঁকি সম্পর্কে জানাতে EMC নিয়মিত আপডেট দেবে বলে জানানো হয়েছে।