ওমানের পর্যটন মন্ত্রণালয় নতুন সার্কুলার জারি করে জানিয়েছে, দেশের সকল পর্যটন ও হোটেল প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম চালাতে হলে বৈধ পর্যটন লাইসেন্স দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। এই নির্দেশনা জারির এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে।
সার্কুলারে বলা হয়েছে, পর্যটন আইন (সুলতানি ডিক্রি নং ৬৯/২০২৩) এবং তার নির্বাহী বিধিমালার (মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নং ৩৯/২০১৬) আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানসমূহকে যেসব বিষয় অবশ্যই মানতে হবে:
আরও পড়ুন
প্রতিষ্ঠানের ভেতরে একটি দৃশ্যমান স্থানে পর্যটন লাইসেন্স ঝুলিয়ে রাখতে হবে।
প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে লাইসেন্স সম্পর্কিত তথ্য প্রকাশ করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমের সকল প্ল্যাটফর্মেও লাইসেন্সের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, এক সপ্তাহের মধ্যে যারা নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জরিমানাসহ শাস্তিমূলক পদক্ষেপ শুরু করা হবে।