ওমান পুলিশের সতর্কবার্তা

Oman police

খারিফ মৌসুম ও গ্রীষ্মকালীন পর্যটন ঋতু উপলক্ষে রয়্যাল ওমান পুলিশ (ROP) উপকূলবর্তী এবং পাহাড়ি অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। পুলিশ জানিয়েছে, এসব অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করলেও, তা হতে পারে বিপজ্জনক।

সামাজিক মাধ্যমে সমুদ্রের উত্তাল অবস্থা তুলে ধরা একটি ভিডিও প্রকাশ করে ROP জানিয়েছে, “সমুদ্র শান্ত দেখালেও উপকূলের পাথর বা খাড়া পাহাড়ের কিনারায় খুব বেশি কাছে যাওয়া বিপজ্জনক হতে পারে। হঠাৎ ঢেউ এসে ধাক্কা দিতে পারে বা পাথর থেকে পা পিছলে যেতে পারে। নিজেকে নিরাপদ রাখতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।”

বলা হয়েছে, বিশেষ করে খারিফ মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায় উপকূলীয় অঞ্চলগুলোতে। এসব জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি অসাবধানতায় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

রয়্যাল ওমান পুলিশ সকলকে অনুরোধ জানিয়েছে, এসব এলাকায় ভ্রমণের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই সতর্কতা পর্যটকদের সচেতনতা বাড়াবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize