ওমানের শ্রম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে লজিস্টিকস খাতের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে সরকারি অনুমোদিত লাইসেন্স নিতে হবে। এ সিদ্ধান্ত ওমানি ও প্রবাসী—উভয় ধরনের কর্মীর জন্য প্রযোজ্য।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো—শ্রমবাজারকে সুশৃঙ্খল করা, কর্মীদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা এবং অনুমোদিত মান অনুযায়ী পেশাদারি নিয়ম ধরে রাখা। নির্ধারিত পেশাগুলোর মধ্যে রয়েছে: রেফ্রিজারেটেড ট্রাক চালক, পানি ট্যাংকার চালক, ট্র্যাক্টর-ট্রেইলার চালক, বর্জ্যবাহী ট্রাক চালক, খাদ্য সরবরাহ প্রতিনিধি ও তত্ত্বাবধায়ক।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করা হবে না। এই নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানকে আইনি ও প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন
লাইসেন্স আবেদন https://lssu.ola.om/sign-up ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নির্দেশনা সব প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পেশায় নিযুক্ত বা নিযুক্ত হতে আগ্রহী ব্যক্তি—সকলের জন্য বাধ্যতামূলক।