ওমান এয়ার জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বোয়িং ৭৮৭ ও ৭৩৭ মডেলের সব বিমানে জ্বালানির সুইচগুলো বাড়তি সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।
ওমান এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ক্যাপ্টেন নাসের আল সালমি বলেন, “নিয়ম অনুযায়ী এবং নিরাপত্তার বিষয়ে সচেতন থেকে আমরা সব বোয়িং বিমানে জ্বালানির সুইচ পরীক্ষা করেছি।”
ওমান এয়ারের বহরে ৮টি বোয়িং ৭৮৭ ও ২৩টি বোয়িং ৭৩৭ বিমান রয়েছে। বোয়িং কোম্পানি ও আমেরিকার ফ্লাইট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই সুইচগুলোকে নিরাপদ বললেও ওমান এয়ার, ইতিহাদ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ আরও কিছু এয়ারলাইন্স অতিরিক্ত সতর্কতা নিয়েছে।
আরও পড়ুন
সম্প্রতি ভারতের একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির বিমান কর্তৃপক্ষ ২১ জুলাইয়ের মধ্যে সব বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানের এই সুইচ পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
এই জ্বালানি সুইচ বিমানের ইঞ্জিনে জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা ফ্লাইট পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই সুইচ সঠিকভাবে পরিচালনা না হলে তা বিমানের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।