ওমানে মাদকসহ প্রবাসী গ্রেপ্তার, পুলিশের কঠোর হুঁশিয়ারি

Expatriate arrested with drugs in oman, police issue stern warning

ওমানে বিপুল পরিমাণ নেশাজাতীয় বড়ি রাখার অভিযোগে এক ওমানি নাগরিক ও এক ভারতীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)।

উত্তর আল শারকিয়া প্রদেশের পুলিশ বিভাগের মাদকবিরোধী ইউনিট এই অভিযান পরিচালনা করে। পুলিশের বরাতে জানা গেছে, অভিযুক্তদের কাছ থেকে নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে, যেগুলো অবৈধভাবে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে।

পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।

দেশে মাদকদ্রব্যের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। তাই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপ জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize