২০২৫ সালের মে মাস শেষে ওমানে মোবাইল ফোনের মোট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লাখ ৩০ হাজার ৩৫৫, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.২ শতাংশ বেশি। এ তথ্য জানিয়েছে জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (NCSI)।
একই সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ১৪ হাজার ১২৪।
পরিসংখ্যানে দেখা গেছে, পোস্টপেইড মোবাইল সংযোগ ৫.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩৯ হাজার ৫০৯-এ। অপরদিকে, প্রিপেইড সংযোগ বেড়েছে ৩.১ শতাংশ, যা মে ২০২৫ পর্যন্ত দাঁড়িয়েছে ৫৩ লাখ ৩৫ হাজার ৮৪৭-এ।
আরও পড়ুন
বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘ইন্টারনেট অব থিংস (IoT)’ সংযোগে ১১৮.৭ শতাংশ প্রবৃদ্ধি, যার সংখ্যা এখন ১৫ লাখ ৫৪ হাজার ৯৯৯।
স্থায়ী ইন্টারনেট সংযোগ (ফিক্সড ব্রডব্যান্ড) বেড়েছে ২.৬ শতাংশ, যা এখন ৫ লাখ ৮৮ হাজার ১৫।
ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বেড়েছে ১১.৪ শতাংশ (৩ লাখ ৩৯ হাজার ২৭৯)। ফিক্সড ৫জি সংযোগ বেড়েছে ২.১ শতাংশ (২ লাখ ১৫ হাজার ৮৫০)। তবে ৪জি, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন (DSL), স্যাটেলাইট এবং অন্যান্য ধরণের ইন্টারনেট সংযোগে হ্রাস লক্ষ্য করা গেছে।